উত্তরদিনাজপুর

করা পুলিশি নিরাপত্তার মধ্যে চলছে আগামীকাল রায়গঞ্জ পুরসভার ভোট গ্রহণের প্রক্রিয়ার প্রস্তুতি

রাত পেরোলেই রাজ্যের সাতটি পুরসভার সাথে সাথে রবিবার  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার ২৭টি আসনে ভোট গ্রহণ হবে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে খোলা হয়েছে পুরসভা ভোটের ডি সি আর সি।  সেখান থেকে ইভিএম ও অন্যান্য ভোটসামগ্রী দেওয়া হবে ভোটগ্রহনের দ্বায়ীতে থাকা কর্মীদের। এরপর তারা সেই সমস্ত সামগ্রী নিয়ে ভোটগ্রহন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন।

ভোটগ্রহন প্রস্তুতি নিয়ে জোরদার নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রায়গঞ্জ পুর এলাকায় ৮৫টি ভোটগ্রহন কেন্দ্রে আগামীকাল সকাল সাতটা থেকে ভোটগ্রহন শুরু হবে। এই প্রথম রায়গঞ্জ পুরসভা ভোটে প্রতিটি বুথে ভিডিও গ্রাফির ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে ও শান্তিতে ভোটগ্রহন সম্পূর্ণ করার লক্ষ্যে ভিডিও গ্রাফির   পাশাপাশি তিনজন DSP, চারজন IC, সহ মোট ৩৫০ জন পুলিশকর্মী নিয়োজিত করা হয়েছে। এছাড়াও কোন রকম গণ্ডগোল এড়াতে তৈরী থাকছে কমব্যাট ফোর্স। মোট ৭২১৯৮ জন ভোটার রয়েছে, তার মধ্যে পুরুষ ভোটার  ৩৫৮০৯ এবং মহিলা ভোটার ৩৬৩৮১ জন, বাকি ৮ জন তৃতীয় লিঙ্গ ভোটার। আগামীকাল ভোটদানের মাধ্যমে ৯৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে।  ২০১১ সালের পুরসভা নির্বাচনে রায়গঞ্জ পুরসভার ২৫ টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে ছিল ১৮টি, তৃনমূল কংগ্রেস ৫টি এবং বামফ্রন্টের দখলে ছিল ২টি আসন। এবারের পুর নির্বাচনে ২টি আসন বেড়ে এবারে রায়গঞ্জ পুরসভায় মোট ২৭টি আসনে ভোটগ্রহন হচ্ছে।